কক্সবাজারে কখনো শৈত্যপ্রবাহ হয়নি কেনো?
কক্সবাজারের আবহাওয়া ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০১৩ সালের ১১ জানুয়ারি।

বে ইনসাইট | কক্সবাজার
কক্সবাজারে চলমান শীতল আবহাওয়া আরও এক সপ্তাহের মতো অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা কমলেও এটিকে শৈত্যপ্রবাহ বলা যাবে না বলে স্পষ্ট করেছে আবহাওয়া অধিদপ্তর।
ইতিহাসে সর্বনিম্ন ১০.৩ ডিগ্রি, তবুও শৈত্যপ্রবাহ নয়
কক্সবাজারের আবহাওয়া ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০১৩ সালের ১১ জানুয়ারি। সেদিন তাপমাত্রা নেমেছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। এরপরও এ জেলায় কখনো শৈত্যপ্রবাহ ঘোষণা করতে হয়নি।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৪৮ সাল থেকে সংরক্ষিত আবহাওয়া রেকর্ড বিশ্লেষণ করলে দেখা যায়, এই উপকূলীয় জেলায় কখনোই শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়নি।
কেন শৈত্যপ্রবাহ নয়
আবহাওয়াবিদরা বলছেন, শৈত্যপ্রবাহ ঘোষণা করতে হলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে হয়। কক্সবাজারে এখন পর্যন্ত তাপমাত্রা কখনোই সেই সীমার নিচে নামেনি।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, “এ অঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং সমুদ্রঘেঁষা আবহাওয়ার কারণে তাপমাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে। ফলে শীত বাড়লেও তা শৈত্যপ্রবাহে রূপ নেয় না।”
আজ বছরের সর্বনিম্ন তাপমাত্রা
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের সর্বনিম্ন। একই সঙ্গে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস বইছে, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে।
অ্যান্টিবায়োটিক নয়
শীতের প্রভাবে ঠাণ্ডাজনিত রোগের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাবুক্তগীন মাহমুদ শহেল বলেন, “ঠাণ্ডাজনিত অসুস্থতা দেখা দিলে নিজ উদ্যোগে পাড়া-মহল্লার ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না। অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।”
শিশু ও অ্যাজমা রোগীদের বাড়তি সতর্কতা
শীতের সময় শিশুদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়ে মি. শহেল বলেন, “শিশুদের সকালে, সন্ধ্যায় ও রাতে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে নেওয়া উচিত নয়। গরম কাপড় ব্যবহার নিশ্চিত করতে হবে।”
এ ছাড়া অ্যাজমা আক্রান্ত রোগীদের শীতের সময়ে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এই চিকিৎসক।
Share this article
Leave a Comment
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!